টঙ্গীবাড়ীতে শীতকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের বায়হাল সরকারী প্রাঃবিদ্যালয়ের মাঠে শীতকালীন ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা আজ ২৪শে জানুয়ারী মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশলং ইউনিয়নের ছাত্রলীগের নব-নিবার্চিত সভাপতি মোঃসাইফুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরন করেন, স্হানীয় সাংবাদিক ও মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃলিটন মাহমুদ
তরুন ক্রিয়া সংগঠক মোঃজিহান ।
এ ছাড়াও স্থানীয় আদর বেপারী,ইমরান হালদার,ইসরাফুল,আওয়াল সহ এলাকা গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় ট্রাইবেকারে দেওয়ান ষ্টার ৩-২গোলে বায়হাল একাদশ কে পরাজিত করে একাদশ।
শীতকালীন ফুটবল টুর্নামেন্টটি সহযোগিতায় ছিলেন ইমতিয়াজ,ছোট সাইফুল,তানভীলার,ওসমান, আল আমিন উজ্জল ।