টাইগারদের পরবর্তী গন্তব্য নেপাল

হিমালয়কে আগলে রাখা দেশ নেপাল। প্রাকৃতির সৌন্দর্যে যে দেশ জড়িয়ে পুরোটাই। কদিন আগেই এই নেপাল থেকেই বাংলাদেশের ফুটবলে এসেছে বেশ বড় একটি সুসংবাদ। দীর্ঘ ১৯ বছর পর দেশের ফুটবলে সাফের শিরোপা ফিরেছে এই নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকেই। এরপর তো সাফের শিরোপা নিয়ে মেয়েদের রাজসিক প্রত্যাবর্তনের কথা সবারই জানা। মেয়েদের আনন্দ উৎসবের মাঝে ছেলেরাও তাতে বাড়তি রঙ চড়িয়েছে।
পুরো বছর জুড়ে জয়ের দেখা না পাওয়া জামাল ভুঁইয়ারা হারিয়েছে র্যাংকিংয়ে এগিয়ে থাকা স্বাগতিক কম্বোডিয়াকে। জামাল ভূঁইয়াদের পাশাপাশি হাভিয়ের ক্যাবরেরার কাছেও জয়টি বেশ গুরুত্বপূর্ন। কারণ, বাংলাদেশের হয়ে ৭ম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেলেন এই স্প্যানিশ কোচ।
কম্বোডিয়ার বিপক্ষে জয়ের পর এবার টাইগারদের পরবর্তী গন্তব্য নেপাল।