
টি টুয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ১৬ কোটি টাকা

আপডেটঃ ১ অক্টোবর, ২০২২ | ১২:৫০
58 ভিউ



টি টুয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার বা ১৬ কোটি টাকা। প্রাইজ পুল ধার্য করা হয়েছে ৫.৬ মিলিয়ন ডলার বা ৫৬ কোটি টাকা।
🏅 চ্যাম্পিয়ন দল – ১৬ কোটি
🥈 রানার্সআপ দল – ৮ কোটি
🥉 সেমিফাইনালে বাদ যাওয়া ২ দল পাবে – ৪ কোটি করে মোট ৮ কোটি
সুপার ১২ তে বাদ পড়া ৮ দল পাবে – প্রত্যেকে ৭০ লাখ করে ৫.৬ কোটি
সুপার ১২ তে প্রতিটি জয়ের জন্য পাবে – ৪০ লাখ করে, ৩০ ম্যাচে ১২ কোটি
প্রথম রাউন্ড বা প্লেঅফ বাছাইতে বাদ পড়া ৪ দল পাবে – ৪০ লাখ করে ১.৬ কোটি।
প্রথম রাউন্ড বা প্লেঅফ বাছাইতে প্রতিটি জয়ের জন্য – ৪০ লাখ করে, ১২ ম্যাচে ৪.৮ কোটি।