মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর এর উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে জাতীয় শ্রমিকলীগ জগন্নাথপুর উপজেলা শাখা ও জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ই অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় উপজেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল হক এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা সায়েক আহম্মদের পরিচালনায় জগন্নাথপুর পৌর পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারন সম্পাদক জাহির উদ্দিন, আওয়ামীলীগ নেতা নূরুল ইসলাম, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক সুজিত কুমার রায়, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, পৌর স্বেচ্ছা সেবকলীগ সাধারন সম্পাদক ছালিক আহম্মদ পীর প্রমূখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, গরীবের বন্ধু খ্যাত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর এর সুচিন্তাধারার ফলে উপজেলাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসা পাচ্ছি। সম্প্রতি তাঁহার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহেরর জোর দাবী জানাচ্ছি।