ডেপুটি সিভিল সার্জন হলেন চন্দনাইশের কৃতি সন্তান ডা. ওয়াজেদ চৌধুরী

ফাহিম শাহরিয়ারঃ চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন হিসেবে পদোন্নতি পেয়েছেন ডা. ওয়াজের চৌধুরী অভি।
গত ১৩ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. শামিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডা. ওয়াজেদ চৌধুরীকে ডেপুটি সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়। ডা. ওয়াজেদ চৌধুরী ইতিপূর্বে উক্ত কার্যালয়ে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের মুন্সি কেরামত আলী চৌধুরী বাড়ির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম জমিদার আব্দুল মালেক চৌধুরীর কনিষ্ঠ পুত্র ও হিলভিউ গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি আহমেদ লাল মিয়া সাহেবের জামাতা।