তানোরে হেরোইন মদসহ আটক সাত

সরোয়ার হোসেন তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচগ্রাম হেরোইন ও এগারো লিটার দেশীয় চোলাই মদসহ সাতজন কে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পাঁচগ্রাম হেরোইনসহ গ্রেফতার তানোর পৌর এলাকার গুবির পাড়া গ্রামের শামসুদ্দিন মন্ডলের পুত্র বাবু মন্ডল(৩৫),মুন্ডুমালা পৌর এলাকার সাদিপুর গ্রামের মোখলেছুর রহমানের পুত্র কাসেম উদ্দিন, পাঁচন্দর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত শামসুদ্দিনের পুত্র জালাল উদ্দীন (৫২),একই পাড়ার মৃত মজিবুর রহমানের পুত্র জাহাঙ্গীর আলম ও আব্দুর রহিম (৪০)। এছাড়া এগারো লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেফতারকৃত হলেন,তালন্দ ইউনিয়নের কালনা গ্রামের মৃত মংলা টুডুর পুত্র শ্রী ভাইরো টুডু(৫২)।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।