তাড়াশে আ’লীগের আয়োজনে কেন্দীয় পার্টিঅফিসে দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন পালিত

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহীন আলমঃসিরাজগঞ্জের তাড়াশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিন পালিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নজরুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আসাদুজ্জামান, ইউনুছ তাড়াশী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর আলম লাবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, কৃষকলীগের সভাপতি গোলাম মোস্তফা, মহিলা যুবলীগের শারমীন খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ প্রমূখ।