শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে বেশ আবেগঘন পোস্টে মুনিম শাহরিয়ার লেখেন, ‘দূর্বলদের জন্য ক্রিকেট না। এতো এতো ছেলে প্র‍্যাকটিস করে, খেলে কিন্তু ১১ জনই। অনেক সময় সবাইকে সুযোগ দেয়া যায়না। আসলে আমাদের বাস্তবতাদুর্বলদের জন্য ক্রিকেট না : মুনিম শাহরিয়ার বোঝা খুবই প্রয়োজনীয়। অনেক ছেলেকে দেখেছি দিনের পর দিন নিজের বাসাদুর্বলদের জন্য ক্রিকেট না : মুনিম শাহরিয়ার ছেড়ে প্রাকটিস করে অনেক দূরে, ঢাকা লিগে সুযোগের আশায়। নিজের বুঝতে হবে টাকা পয়সা খরচ, সময়ের মূল্য সম্পর্কে। একটা একাডেমি তে ৪০০/৫০০ জন প্র‍্যাকটিস করে। প্লেয়ার কিন্তু বের হয় ২/৩ জন।’