দুর্বৃত্তের দেয়া আগাছা নাশকে পুড়ে গেছে ১০ লাখ টাকার বেগুন ক্ষেত

নাজিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃরাতের আঁধারে দুর্বৃত্তের ছিটিয়ে দেয়া আগাছা নাশকে বগুড়ার শাজাহানপুরে পুড়ে গেছে প্রায় ১০ লাখ টাকার বেগুন ক্ষেত। এতে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন আহম্মদ আলী খান, সালাউদ্দিন খান ও রমজান আলী খান নামের ৩ কৃষক পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার খরনা ইউনিয়নের দারিগাছা নতুনপাড়া গ্রামে।
এ ঘটনায় শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, দারিগাছা নতুনপাড়া গ্রামের আলহাজ্ব মঞ্জুরুল হক খানের ছেলে রমজান আলী খান তার বাড়ির পাশে ৫০ শতক জমি পত্তন নিয়ে কয়েক বছর যাবত চাষাবাদ করে আসছেন। এবার তিনি ওই ৫০ শতক জমির মধ্যে ৪৩ শতক জমিতে বেগুন চাষবাদ করেছেন।
প্রতিদিনের মতো গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বেগুন ক্ষেতের পরিচর্যা শেষে তিনি বাড়ি ফিরেন। পরদিন অর্থাৎ আজ শনিবার সকাল ৬টার দিকে বেগুন ক্ষেতে গিয়ে দেখতে পান অজ্ঞাতনামা দুর্বৃত্তের ছিটিয়ে দেয়া আগাছা নাশকে তার বেগুন ক্ষেতের গাছ গুলো পুড়ে গেছে। এতে তার ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে।
অপরদিকে এ ঘটনার ৩ তিন আগে সোমবার দিবাগত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তের ছিটিয়ে দেয়া আগাছা নাশকে রমজান আলী খানের জ্যাঠা আহম্মদ আলী খানের ৯৩ শতক জমির বেগুন ক্ষেত এবং চাচা সালাউদ্দিন খানের ৭ শতক জমির বেগুন ক্ষেত পুড়ে গেছে। সব মিলিয়ে ওই ৩ কৃষক পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগী কৃষক পরিবারগুলো জানিয়েছে।
এদিকে ভূক্তভোগী কৃষকেরা শুধু পানি স্প্রে করে বেগুন গাছগুলো বাঁচানোর প্রাণপনে চেষ্টায় করে যাচ্ছেন।
তাদের দাবি এই ঘৃণ্য কাজের সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শাজাহানপুর থানার এসআই শামীম হোসেন জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।