দূর্গা পূজা উপলক্ষে কলাপাড়ায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

রাসেল মোল্লা কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে এখন প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। আর মাত্র ক’দিন পরই মর্ত্যে আসছেন দেবী দূর্গা।
প্রতিমা শিল্পীরা দিনরাত পরিশ্রম করে নিপুন হাতে তৈরি করছেন দেবী দূর্গাকে। আগামী ২৫ শে সেপ্টেম্বর মহালয়া এবং আগামী ৩০ শে সেপ্টেম্বর পঞ্চমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় শারদীয় দূর্গাপূজার মুল আনুষ্ঠানিকতা শুরু হবে। ইতিমধ্যে শিল্পীদের দক্ষ হাতের ছোঁয়ায় পূর্নরুপে ফুটে উঠেছে দৃষ্টিনন্দন অধিকাংশ প্রতিমা।
সারা দেশের মতো পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় চলছে প্রতিমা তৈরির কাজ। এ উপজেলায়ও অনেক প্রতিমাশিল্পীকে নির্ঘুম রাত কাটাতে দেখা যায়।
সনাতন ধর্মাবলম্বীরা মাতৃভক্ত কুল পুজার ওই দিনগুলোর অপেক্ষায় প্রহর গুনছেন।ঢাকঢোল, বাঁশি, কাঁসর বাজনায় তালে তালে আরতি হবে, হবে গীতাপাঠ এবং ধর্মীয় সংগীতানুষ্ঠান। এবছর দেবী দূর্গার আগমন গজে এবং ফিরবেন নৌকায়।
কলাপাড়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি হিরা হাওলাদার স্বপন জানান , এ বছর কলাপাড়া উপজেলায় ১০ টি পুজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
কলাপাড়া থানার ওসি মোঃ জসিম বলেন, শারদীয় দূর্গা পুজায় প্রতিটি পুজা মন্ডপে নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্য ও আনসার মোতায়েন থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য বলেন, শারদীয় দূর্গা পুজায় সরকারী নির্দেশনা যেটা আসবে সেটা মেনেই শারদীয় দূর্গা পালনের নির্দেশনা দেয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পূজা মন্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।