
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নিহত-৫

আপডেটঃ ২ অক্টোবর, ২০২২ | ৫:০৩
29 ভিউ



দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের প্রাণহানি হয়েছে। এই সময়ে শনাক্ত হয়েছেন আরও ৪৮০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৬৮ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ২৫ হাজার ৬৭৭ জন।
শনিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৪৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৫ হাজার ৬০১ জন। ২৪ ঘণ্টায় ৩ হাজার ১২১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ১৪১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫.২৮ শতাংশ।

সর্বশেষ সংবাদ

নাটোর-গুরুদাসপুরের- কাছিকাটা স্কুল এন্ড কলেজ ছাত্রের ফেসবুকে লাইভে এসে আত্নহত্যা
২৭ মার্চ, ২০২৩, ৩:৪৩
স্পন্দন রক্তদান সংঘের আয়োজনে স্বেচ্ছায় রক্তদাতা সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত
২৭ মার্চ, ২০২৩, ৩:২৬