নওগাঁর বদলগাছী মৎস্য কর্মকর্তার কার্যালয় এপিএ কার্যক্রমে ১ম স্থান অর্জন

ফিরোজ হোসেন বদলগাছী, (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁ জেলায় বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) কার্যক্রমে সর্বোচ্চ নম্বর পেয়ে ১ম স্থান অর্জন করেছে নওগাঁ জেলার বদলগাছী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
অফিস সূত্রে জানা যায়, গত ২৫শে সেপ্টেম্বর পত্র নং- ৩৩.০২.৬৪০০.৪০০.৫৭.০১৮.২১.৩৩৭ পত্রের ম্যধমে বিষয়টি নিশ্চিত করে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় নওগাঁ। নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তার দপ্তর সাথে আওতাধীন ১১ টি উপজেলা মৎস্য দপ্তর সমূহের মধ্যে ২০২১- ২০২২ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদনা চুক্তি সাক্ষরিত হয়। উক্ত চুক্তির আওতায় দপ্তরসমূহের সম্পাদিত কার্যক্রমের বিপরীতে দাখিলকৃত প্রমাণ সমূহ যাচাইপূর্বক চুরান্ত মূল্যায়নে প্রথম স্থান অর্জন করেছে বদলগাছী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় বিভিন্ন প্রকার মৎস্য প্রদর্শনী,পোনা মাছ অবমুক্ত করণ,মৎস্য আইন ব্যবস্থাপনা, খাদ্য লাইসেন্স, হ্যাচারী, মৎস্য খাদ্য,মাটি ও পানি পরীক্ষা,বিল হ্যাচারী,অভয়াশ্রম নির্মান,সু শাসন প্রতিষ্ঠা,পরামর্শ প্রদান, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা তে সর্বোচ্চ নম্বর পেয়ে নওগাঁ জেলার ১১টি উপজেলার মধ্যে ১ম স্থান আর্জন করেছে বদলগাছী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
এব্যপারে বদলগাছী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম বলেন, মৎস অধিদপ্তরের নিয়ম অনুযায়ী ২০২১-২২ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন যাচাই পূর্বক চূড়ান্ত মূল্যায়নে প্রথম স্থান অর্জন করেছি।আশা করি আগামী আরো ভালো ভাবে কাজ করবো।
ফিরোজ হোসেন
বদলগাছী, নওগাঁ