নারীকে চুল ধরে মেরোনা…..
লোকে মন্দ কইবে…..😊😊😊

নারীকে গালে মেরোনা…
তাহার সৌন্দর্য নষ্ট হইবে…🤗🤗🤗

নারীকে কারো সামনে লজ্জা দিওনা….
তোমার আত্মসম্মান কমে যাইবে.. 😚😚😙

নারীকে হাত মুচড় দিওনা
তোমায় পিপাসার জল কিভাবে দিবে?😥😥😥

নারীকে পায়ে আঘাত করোনা!
তোমার সাথে পথ কিভাবে চলবে🙄🙄🙄

নারীকে স্বতিত্বের দাগ দিওনা!
সে অস্বতী হয়ে যাবে…..😏😏😏

নারীকে কোমরে আঘাত করোনা!
তোমার তৃপ্তি কমে যাবে….😌😌😌

নারীকে বুকে আঘাত করোনা!
তোমার সন্তান কষ্ট পাবে..😐😐😐

নারীকে ঘৃনা করোনা!
তুমি ঘৃনিত হবে….😐😐😐

নারীকে একটু ভালোবাসা দেও সে
তোমাকে স্বর্গের ভালোবাসা এনে দিবে।😍😍😘😘😘