নেত্রকোণার কৃতি সন্তান বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি হেলাল হাফিজ এঁর ৭৫ তম জন্মদিন পালিত

শামীম তালুকদার, নিজস্ব প্রতিবেদক ডিডিএমঃ “সবাই জমায় টাকা, আমি চাই মানুষ জমাতে! “এ স্লোগানে নেত্রকোণায় হিমু পাঠক আড্ডার আয়োজনে দত্ত উচ্চ বিদ্যালয়ের খোলা মাঠে বাংলাদেশের অন্যতম আধুনিক কবি, তারুণ্যের প্রতীক হেলাল হাফিজ এঁর ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে।
আজ শুক্রবার (৭ অক্টোবর) সকালে কবির প্রিয় বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়ের খোলা মাঠে বাংলাদেশের অন্যতম আধুনিক কবি তারুণ্যের প্রতীক হেলাল হাফিজ এঁর ৭৫ তম জন্মদিন পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.বি. এম শাহজাহান কবির সাজু, জেলা প্রেস ক্লাবের সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সিনিয়র সাংবাদিক সাবেক প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, ভালবাসার কবি তানভীর জাহান চৌধুরী, সাইফুল্লাহ ইমরান, কবি আব্দুর রাজ্জাক, জেলার কবি ভক্তবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
উল্লেখ্য যে, ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোণা জেলায় তিনি জন্মগ্রহন করেন। তাঁর পৈত্রিক নিবাস আটপাড়ার উপজেলার বড়তলী গ্রামে। কবির কৈশোরের বিদ্যালয় ছিল শহরের প্রাণকেন্দ্র মোক্তারপাড়াস্থ দত্ত উচ্চ বিদ্যালয়। তাঁর পিতার নাম খোরশেদ আলী তালুকদার, মাতা কোকিলা বেগম। তাঁর পিতা খোরশেদ আলী তালুকদার নেত্রকোণার একজন জনপ্রিয় শিক্ষক ছিলেন।
“এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়”
প্রতিবাদের মিছিলে রক্তে আগুন লাগানো এই লাইন দুটো শুনেনি এমন তরুণ খুঁজে পাওয়া দুস্কর। এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে চিকা মারা হয়েছে কবিতার এ দুটো লাইন।
উনসত্তরের গনঅভ্যুত্থানের সময় “নিষিদ্ধ সম্পাদকীয় ” শিরোনামে কবিতাটি লিখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ১৯৭২ সালে তিনি তৎকালীন জাতীয় সংবাদপত্র দৈনিক পূর্বদেশে সাংবাদিকতায় যোগদান করেন।
১৯৭৬ সালের শেষ দিকে দৈনিক দেশ পত্রিকার সাহিত্য সম্পাদক পদে যোগদান করেন। সর্বশেষ তিনি দৈনিক যুগান্তর পত্রিকায় কর্মরত ছিলেন।
কবি হেলাল হাফিজ বৈশাখী মেলা উদযাপন কমিটির সংবর্ধনা (১৯৮৫), যশোর সাহিত্য পরিষদ পুরস্কার (১৯৮৬), আবুল মনসুর আহমেদ সাহিত্য পুরস্কার (১৯৮৭), নেত্রকোণা সাহিত্য পরিষদের কবি খালেকদাদ চৌধুরী পুরস্কার ও সম্মাননা, ময়মনসিংহ প্রেস ক্লাব সাহিত্য পদক, হাসান হাফিজুর রহমান সাহিত্য পুরস্কার, বাসাসপ কাব্যরত্ন- ২০১৯, নেত্রকোণা হিমু পাঠক আড্ডা গুণীজন সম্মাননাও ২০১৯ পান।
কবিতায় তিনি ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।