শামীম তালুকদার, ব্যুরো চীফ, ময়মনসিংহঃ “সময়ের অঙ্গীকার কন্যা শিশুর অধিকার ” এই প্রতিপাদ্যের আলোকে প্রধানমন্ত্রী “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” নিয়ে নেত্রকোণার কেন্দুয়ায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে কেন্দুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে
জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।

প্রধান অতিথি কন্যা শিশু দিবসের বক্তব্যে বলেন, কন্যা শিশু আল্লাহর নিয়ামত। যে পরিবারে মহিলা নাই, সেই পরিবার মরুভূমির সমতুল্য। আজকের বাংলাদেশে প্রধানমন্ত্রী একজন মহিলা, স্পিকার একজন মহিলা, বিরোধী দলের নেতা একজন মহিলা। তার ধারাবাহিকতায় নেত্রকোণা জেলা প্রশাসক একজন মহিলা পাশাপাশি আমাদের কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একজন মহিলা।

সুতারাং নারীরা কোন কাজে পিছেয়ে নয় বলে তিনি জানান, আমরা নারীদেরকে যথাযথ সম্মান দিব এবং অন্যদেরকেও সম্মান দেওয়ানোর জন্য জোর প্রচেষ্টা করব বলে তিনি জানান।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম শাহজাহান কবীর, সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, দৈনিক গণকন্ঠ কেন্দুয়া প্রতিনিধি সৈয়দ মোখলেছ উজ জামান, স্বর্ণ কিশোরি নামিরা হক দৃষ্টি, শিক্ষার্থী সুইটি আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তর কেন্দুয়া প্রতিনিধি মামুনুর রশীদ মামুন, দৈনিক ভোরের ডাক কেন্দুয়া প্রতিনিধি মোঃ আবুল কাশেম আকন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দসহ সুধীজন।