শামীম তালুকদার, ব্যুরো চীফ ময়মনসিংহঃ সরকারি কর্মচারীদের ৭ দফা বাস্তবায়নের দাবীতে নেত্রকোণায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত জেলা প্রেসক্লাবের সম্মুখভাগের সড়কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বৈষম্যমূলক ৯ম পে-স্কেল ঘোষণা, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ১১-২০ গ্রেডের কর্মচারীদের ৫০% মহার্ঘভাতা প্রদান, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, সচিবালয়ের ন্যায় পদ-পদবী এবং এক ও অভিন্ন নিয়োগ বিধিসহ ৭ দফা দ্রুত বাস্তবায়নের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের সভাপতি শাহানুর কবির ,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন, মহিলা সম্পাদিকা বাঁধন খান ববি, অনামিকা চৌধুরী প্রমুখ।