মোঃ তরিকুল ইসলাম: নড়াইল জেলার নড়াগাতীতে গাছ থেকে ডাব পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

২৫ সেপ্টেম্বর( রবিবার) সকাল সাড়ে ১১ ঘটিকায় কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া পশ্চিমপাড়া এলাকায় সাড়ে তিন বছর বয়সের শিশু আবুতালহার মাথায় গাছ থেকে ডাব পড়ে শিশুটি মারা যায়।

শিশুটির বাবা তুহিন শিকদার জানান, গতকাল রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে ছেলে আবুতাহার উঠানে গুরাগুরি করতেছিল উঠানের পাশে থাকা নারকেল গাছ থেকে ইদুরে খাওয়া একটি ডাব হঠাৎ করে গাছ থেকে আবুতাহার মাথার উপর পড়ে। সঙ্গে সঙ্গে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে ডাঃ আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় পরে কর্তব্যরত চিকিৎসক আবুতাহাকে মৃত ঘোষণা করেন।

আবুতাহার মৃত্যুতে যোগানিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।