
পাইকগাছার বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত ভলিবল খেলায় চ্যাম্পিয়ন তেঁতুলিয়া ভলিবল একাদশ

আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৩ | ৬:১০
19 ভিউ



খুলনার পাইকগাছা থানা বঙ্গবন্ধু চত্বরে সোমবার বিকেলে আয়োজিত ত্রিদলীয় ভলিবল খেলায় অপারাজিত চ্যাম্পিয়ন হয়ে আয়োজকদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন সাতক্ষীরার আশাশুনির তেঁতুলিয়া ভলিবল একাদশ রানার্সআপ দল হিসেবে পুরস্কার গ্রহণ করেন উপজেলার চাদঁখালী দেবদুয়ার ভলিবল একাদশ।
তৃতীয় ভলিবল দল হিসেবে অংশ গ্রহন করেন পাইকগাছা বঙ্গবন্ধু চত্বর ভলিবল একাদশ।খেলা পরিচালনায় ছিলেন আবুল বাশার ও আশিক মাহমুদ।আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন এসআই মোস্তাফিজুর রহমান,রেজাউল করিম,এসআই সুভাষ রায়,এএসআই মঞ্জুরুল ইসলাম,সাংবাদিক স্নেহেন্দু বিকাশ প্রমূখ।


এই রকম আরও খবর
