পাবনা প্রতিনিধিঃ পাবনায় মার্কস অ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পস২০২২ স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা এর উদ্বোধন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭সেস্টেম্বর)দুপুরে পুলিশ লাইন্স’র বাংলাদেশ দাবা ফেড়ারেশনের আয়োজনে বেলুন উড়িয়ে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

জেলা পুলিশ সুপার মো: আকবর আলী মুনসী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক রেজাউল রহিম লাল, প্রেসক্লাবরে সভাপতি এবিএম ফজলুর রহমান,পৌর সভার মেয়র শরিফ উদ্দিন প্রধান প্রমুখ।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনকৃত স্কুলের ছাত্র-ছাত্রীরা পৃথক পৃথকভাবে দলগত দাবা প্রতিযোগিতার প্রশিক্ষণ কর্মশালা অংশগ্রহণ করেন।