কলমে:- অজয় রানা রবী

প্রতিভা বাকযুদ্ধে নয়
কাজে পরিচয়,
চোখের সামনেই সৃষ্টি হয়
শিল্প শিল্পীর সমন্বয়।

শিল্পী তো ঈশ্বরের দান
সৃষ্টির কান্ডারি,
সুন্দরতায় ভরিয়ে তোলে
কর্মের হাত ধরি।

প্রতিভা কখনো মিথ্যে হয় না
যত্নে গড়ার কারিগর,
সদাই সত্য পৃথিবীর মাঝে
সহ্য করে ঝড়।

শিল্পীর মনে ভাবনা থাকে
ভেঙে ফেলার নয়,
সাধারণ জিনিস অসাধারণ করে
মনন চিন্তন বসন্তময়।

শিল্পীর মনে জেদ থাকে
তীক্ষ্ণ লক্ষ্য দৃষ্টি,
শিল্পী তোমায় সেলাম জানাই
সাজানো গোছানো সৃষ্টি।