প্রত্যেকটি পুরুষের সফলতার পিছনে একজন নারীর হাত রয়েছে

থাইল্যান্ডে কুমিরের একটি খামারে একটি কোম্পানির বার্ষিক বনভোজন চলছিলো।কোম্পানির খেয়ালি মালিক হঠাৎ ঘোষণা করলেন, কেউ যদি কুমির ভরা এই পুকুরে সাঁতরে এপার থেকে ওপারে গিয়ে উঠতে পারে তবে সে ৫ মিলিয়ন ডলার পুরস্কার পাবে। আর যদি সে মারা যায় তাহলে তার পরিবার পাবে ২মিলিয়ন ডলার।
দীর্ঘক্ষণ ধরে সাক্ষাৎ মৃ*ত্যুর এই ভয়ংকর এই চ্যালেন্জ কেউ ই নিতে সাহস করেনি।তারপর হঠাৎ একজন পুকুরে ঝাপিয়ে পড়ে।কিন্তু তার নিশ্চিত জীবনহানির কথা কথা ভেবে পাড়ে দাঁড়িয়ে থাকা সবাই আফসোস করতে থাকে। তবে কোন এক অলৌকিকতায় সৌভাগ্যক্রমে মরণপণ সাঁতরে অক্ষত অবস্থায় সে পুকুরটি পার হতে সক্ষম হয়।তখন অনেকেই তাকে সফলতা এবং পুরস্কার প্রাপ্তির জন্যে অভিনন্দিত করেছিলো।কেউবা এই ভয়ানক দুঃসাহসিকতার জন্যে ভৎসনা করেছিলো..
হাপাতে হাপাতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর কোম্পানির মালিক ৫ মিলিয়নের চেকটি সেই কর্মচারীর হাতে তুলে দেন।😇😇
কিন্তু তখনো আতংকগ্রস্থ সে কর্মচারীটি চেঁচিয়ে জানতে চান, আমাকে পিছনে থেকে কে ধাক্কা দিয়েছিলো? 🤣🤣
পরে জানতে পারা গেলো তার স্ত্রীই তাকে ধাক্কা দিয়েছিলেন এবং সেই দিন থেকে এই প্রবাদটি সৃষ্টি হয়। প্রত্যেকটি পুরুষের সফলতার পিছনে একজন নারীর
হাত রয়েছে।🤣
💁♀️💁♀️💁♀️ata kono khota hoilo🤭🤭