প্রবাসী আবু ইউসুফ এর উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিন উদযাপন

সাব্বির রহমান (সন্দ্বীপ) চট্রগ্রামঃ আমেরিকা প্রবাসী সাবেক রাজপথ ছাত্রলীগ নেতা ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সদস্য আবু ইউসুফ লিটনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
সন্দ্বীপ পৌরসভাস্থ বাতেন মার্কেটে আয়োজিত কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ সাজ্জাদ।
সাবেক পৌরসভা ছাত্রলীগের সভাপতি নুর নবী আনন্দের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হরিশপুর ইউপি মেম্বার আব্দুর রহমান, মাষ্টার তানভীর হোসেন, উপজেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক মোঃ মনজুর হোসেন, সাংবাদিক সাব্বির রহমান, সাংবাদিক বাদল রায় স্বাধীন, সাবেক ছাত্রলীগ কর্মী নিশাদ।
সভায় বক্তারা বলেন আবু ইউসুফ লিটন প্রবাসে থেকেও আওয়ামী রাজনীতি থেকে দুরে সরেননি। তিনি প্রবাসে থেকেও তার অর্থায়নে প্রতিটি জাতীয় দিবস পালন করে থাকেন।
এছাড়াও সমাজ সেবা সহ বিভিন্ন সংকটময় মুহুর্তে সন্দ্বীপের মানুষের প্রতি ভালোবাসা থেকে বিভিন্ন অনুদান ও মসজিদ মন্দিরে দান করে থাকেন নীরবে। তার উদ্যোগে ও অর্থায়নে জননেত্রী ও প্রধানমন্ত্রীর জন্মদিন পালন তার দলের প্রতি গভীর আনুগত্য ও ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা প্রধান মন্ত্রীর দীর্ঘায়ু কামনার সাথে সাথে লিটনের মতো মানবিক মানুষের জন্যও দোয়া করি যাতে দেশ সেবায় আত্মনিয়োগ করতে পারে।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা শাহীন।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলকে নৈশ ভোজের প্যাকেট প্রদান করা হয়।