
প্রশ্ন কবরে ফুল দ্বারা শ্রদ্ধাঞ্জলি জানানো শরীয়ত সম্মত কিনা ?

আপডেটঃ ২ মার্চ, ২০২২ | ৭:৪৫
168 ভিউ


প্রশ্ন কবরে ফুল দ্বারা শ্রদ্ধাঞ্জলি জানানো শরীয়ত সম্মত কিনা ?
উত্তর, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা তাবেঈ তাবে তাবেঈনদের জামানায় কবরে ফুল ইত্যাদি দ্বারা শ্রদ্ধাঞ্জলি জানানো তাদের থেকে শরীয়তে কোনো প্রমাণ পাওয়া যায় না। তাই কবরে ফুল ইত্যাদি দ্বারা শ্রদ্ধাঞ্জলি জানানো নাজায়েজ।
দলিল, দুররে মুখতার খন্ড ৩ পৃষ্ঠা ৪২৭
ফাতাওয়া আলমগীরি খণ্ড ৫ পৃষ্ঠা ৩৫১
ফাতাওয়া মাহমুদিয়া খণ্ড ৯ পৃষ্ঠা ১৭২


এই রকম আরও খবর

সর্বশেষ সংবাদ
