বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমানঃ

বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী বাস্ট্যান্ডে অবস্থিত জননী টেলিকম নামক একটি মোবাইলের দোকানে দুর্ধষ চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা দোকানটির সাটারের দুটি তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ টাকা ও প্রায় ছয় লক্ষাধীক টাকার মোবাইল নিয়ে যাবার সময় নতুন একটি তালা লাগিয়ে সটকে পড়েছে। মঙ্গলবার ভোর ৬.৯মিনিট থেকে ৬.৫০মিনিট পর্যন্ত সময়ের মধ্যে এই ঘটনা ঘটে। মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এস,আই) মোঃ রফিকুল ইসলামসহ সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনা স্থান পরিদর্শন করেছেন। এর আগে গত ৭ই সেপ্টেম্বর একই কায়দায় পার্শ্ববর্তী মাসুম মার্কেটের মের্সাস মল্লিক ট্রেডাসে একই কায়দায় দুর্ধষ চুরি সংঘঠিত হয়।