অলরাউন্ডার অভিনেত্রী পপি। যার ক্যারিয়ারে অসংখ্য রোমান্টিক, সামাজিক, অ্যাকশন, লেডি অ্যাকশন, অফট্র‍্যাকের সিনেমা আছে। সকল ক্যাটাগরির সিনেমাতেই তার পদচারণার পাশাপাশি সফলতার দৃষ্টান্ত আছে। সব ধরনের সিনেমাতেই তিনি সফল কিংবা দর্শক তাকে যেকোনো চরিত্র, যেকোনো গল্পের সিনেমাতেই সাদরে গ্রহণ করেছে।

একজন পপির ক্যারিয়ার, তার সিনেমাগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে বিশ্লেষণ করলে তার প্রমাণ মিলে সে যে একজন অলরাউন্ডার অভিনেত্রী।

তার প্রথম সিনেমা ‘কুলি’ যেটা কমেডি ধাঁচের ছিল। এরপর রোমান্টিক নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শাকিল খান, অমিত হাসান, আমিন খান, শাকিব খান সহ বেশ কয়েকজন নায়কের সাথে অভিনয় করে। এরপর শূন্য দশকে জমজমাট একশন কিংবা লেডি একশন সিনেমা। আবার এই প্যাটার্ন থেকে বেরিয়ে এসে নিজেকে একজন প্রতিথযশা অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন বেশকিছু অফট্র‍্যাকের অভিনয় সমৃদ্ধ সিনেমার মাধ্যমে।

শুধু তাই নয়, তার ক্যারিয়ারে বহু সুপারহিট গানের পাশাপাশি যেমন অনেক চটুল একক গান আছে তেমনি এমন অনেক একক গান আছে যেগুলোতেও পপির অভিনয় প্রতিভা খুঁজে পাওয়া যায়। উদাহরণ হিসেবে, বিদ্রোহ চারিদিকে সিনেমার মোরা নিরন্ন কিংবা গঙ্গাযাত্রার মোন হা আমার উইড়া উইড়া যায় গানগুলো দেখলে প্রমাণ মিলে। একজন অভিনেত্রী বা শিল্পী সেখানেই সফল যখন সে সব ফরমেটেই সফল হয় এবং তার কাজ সবার জন্য, সব ধরনের দর্শকদের বিনোদিত করে। একজন পপির ক্যারিয়ারে কুলি, এই মন তোমাকে দিলাম সিনেমা যেমন আছে তেমনি লাল বাদশা, হিরা চুনি পান্না ও আছে।

আবার নারীপ্রধান বিদ্রোহ চারিদিকে, মেঘের কোলে রোদ যেমন আছে তেমনি বস্তির রানি সুরিয়ার মত সিনেমাও আছে। একজন পপিকে বিশ্লেষণের জন্য বস্তির রানি সুরিয়ার খোলামেলা সুরিয়া কিংবা ওপারে আকাশ সিনেমার সৎ মায়ের চরিত্র, গঙ্গাযাত্রার সুধামনি কিংবা বিদ্রোহী পদ্মার সুধা চরিত্রটি যথেষ্ট। আবার বলা যেতে পারে,সুরিয়ার উল্টো পিঠ রানি কুঠির বাকি ইতিহাস সিনেমার পপির করা মম চরিত্রটি।যেখানে বস্তির রানি সুরিয়াতে উচ্চস্বরে ডায়লগ ডেলিভারি তার ঠিক বিপরীত স্মুথলী ডায়লগ ডেলিভারি। বাচনভঙ্গি, পোশাক এবং অভিনয় সম্পূর্ণ একটির থেকে আরেকটি আলাদা।

পপির ক্যারিয়ারে বহু মাত্রা আছে।আরো অনেক মাত্রা যোগ হতে পারতো যদি সে আরেকটু ক্লেভার হতো। তার সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে পপি সবচেয়ে কম সুযোগ পেয়েও সেরাদের আসন পোক্ত করেছেন। তার নিজস্ব ঘরনার কোনো পরিচালক বা প্রযোজক ছিল না,ছিল না কোনো জুটিপ্রথাও।

পপির সেরা কিছু রোমান্টিক সিনেমাঃ
এই মন তোমাকে দিলাম, ভালোবাসার ঘর, জোর, মনের মিলন, তোমার জন্য ভালোবাসা, মন দিওয়ানা ,অবুঝ মনের ভালোবাসা, দুজন দুজনার।

এই সিনেমাগুলো দেখলে নিঃসন্দেহে বুঝা যায় পপি সব নায়কের সাথেই জুটিতে মানানসই ছিলেন। সবার সাথে অনেক হিট সিনেমা এবং জনপ্রিয় গান আছে।

অ্যাকশন/লেডি অ্যাকশন সিনেমায়ঃ
লাল বাদশা, হিরা চুনি পান্না, মান্না ভাই, বস্তির রানি সুরিয়া, গার্মেন্টস কন্যা, কারাগার সহ অনেক সিনেমার নাম বলা যাবে।

ভিন্নধারার সিনেমায় পপিঃ
এ ধারায় পপি সবার চেয়ে সফল। অন্ততপক্ষে তার সমসাময়িকদের থেকে।চরিত্রের প্রতি ডেডিকেশন, পর্দায় সুন্দরভাবে চরিত্রটি ফুটিয়ে তুলতে শতভাগ সফল তিনি।গঙ্গাযাত্রা, বিদ্রোহী পদ্মা, দরিয়া পাড়ের দৌলতি সিনেমাগুলো তার প্রমাণ।

নাচে গানে ভরপুর রোমান্টিক সিনেমা না করলেও তাকে নিয়ে এখনো অনেক বছর ভিন্ন মাত্রার সিনেমা বানানো যাবে। সেরকম ফিটনেস এবং গ্ল্যামার দুটোই তার মাঝে বিদ্যমান আছে। পপি সবমসময় অলরাউন্ডার অভিনেত্রী হিসেবে এবং গ্ল্যামারস পপি হিসেবেই প্রতীয়মান থাকবে।