
ফুলপুরে বস্তাবন্দি লাশটি খুলনার রহিমা খাতুনের

আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২২ | ১:৪৬
68 ভিউ



মোঃ জুয়েল রানাঃ ফুলপুরে উদ্ধারকৃত বস্তাবন্দি লাশ টি খুলনার রহিমা খাতুন এর। এমন দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছেন রহিমা খাতুনের মেয়ে মরিয়ম মান্নান।
জানা যায়, গত ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে পানি আনতে বাসা থেকে নিচে নামেন রহিমা খাতুন। ঘণ্টা পার হলেও তিনি বাসায় ফেরেননি। খুলনার দৌলতপুরের বণিকপাড়া থেকে নিখোঁজ রহিমা খাতুনের (৫৫) লাশ পেয়েছেন জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার মেয়ে মরিয়ম মান্নান।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে মরিয়ম মান্নান ফেসবুক পোস্টে লিখেছেন, আমার মায়ের লাশ পেয়েছি এই মাত্র।আজ মরিয়ম মায়ের লাশ সনাক্ত করতে ফুলপুরে এসেছেন।


এই রকম আরও খবর
