কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।পশ্চিম বাংলার বাঁকুড়া জেলার কোতালপুর থানার রানাঘাট গ্রামের কৃষক অনুপম পাল ও তরিৎ পাল দুই ভাই মাটে ধান খেতে সকালে স্পে করতে যান। এবং বিষ কীটনাশক স্প্রে করার সময় ৪৪০,ভোল্টের, তার হঠাৎ ছিঁড়ে গিয়ে তড়িৎ দাহ হয়ে দুই ভাই মারা যান। এই ঘটনার কথা শুনে ঘটনার স্হানে ছুটে যান ভারতের জাতীয় কংগ্রেসের পশ্চিম বাংলার কৃষাণ ক্ষেত মজদুর কঙগ্রেসের সভাপতি শ্রী তপন দাস। তার নেতৃত্বে ঘটনার স্হানে ছুটে আসেন ভারতের জাতীয় কংগ্রেসের পশ্চিম বাংলার নেতা অক্ষয় সাঁতরা। এবং মদন কোলে বাঁকুড়া জেলার ভারতের জাতীয় কংগ্রেসের নেতা এবং কোতালপুর থানার ভারতের জাতীয় কংগ্রেসের নেতা নিমাই ঘোষ ও পশ্চিম বাংলার কৃষাণ ক্ষেত মজদুর কঙগ্রেসের নেতা শুভেন্দু পাত্র। তারা নিহত দুই ভায়ের ক্ষতিপূরণ হিসেবে ১০,লক্ষ, টাকা করে এবং পরিবার পিছু একজনের সরকারি চাকরির দাবি জানান পশ্চিম বাংলার সরকারের কাছে। এবং নিহত দুই ভাইয়ের পরিবারের পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি দেন ভারতের জাতীয় কংগ্রেসের পশ্চিম বাংলার নেতৃত্ব।