শুভ বসাক , ময়মনসিংহ প্রতিনিধি :-বিদ‍্যমান শস্য বিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক কর্মশালা গতকাল ১৯ সেপ্টেম্বর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ময়মনসিংহ নগরীর টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে

ময়মনসিংহে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি ।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আনোয়ারুল আবেদীন খান এমপি,ভালুকা উপজেলার সংসদ সদস্য কাজিম উদ্দিন ধনু,ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু,কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: সায়েদুল ইসলাম,মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমূখ বক্তব্য রাখেন ।