বাংলাদেশ প্রেসক্লাব গাবতলী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

স্বাধীন খান, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ প্রেসক্লাব গাবতলী উপজেলা শাখার কার্যালয়ে ২২ই সেপ্টেম্বর-২২ইং তারিখ রোজ বৃহস্পতিবার বগুড়া জেলা কমিটির আসন্ন সম্মেলন সফল করার জন্য এবং উপজেলা শাখার সাংগঠনিক কার্য্যক্রম জোরদার ও গতিশীল করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বগুড়া জেলা কমিটির সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজশাহী বিভাগীয় সভাপতি মোঃ আব্দুল হালিম মন্ডল।
পরিশেষে তিনি নেতৃবৃন্দের খোঁজ খবর নেন ও কুশলাদি বিনিময় করেন।
এসময় বাংলাদেশ প্রেসক্লাব গাবতলী উপজেলা শাখার সভাপতি মোঃ মোজাফফর রহমান, সাধারণ সম্পাদক নব চন্দ্র(সূর্য্য),যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিব মাহমুদ(ডাবলু), সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রিপন, দপ্তর সম্পাদক মোঃ সোহেল রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুর রহমান পিয়াস, কোষাধ্যক্ষ মোঃ সৌরভ হোসেন, সদস্য মোঃ ফজলে রাব্বি (তনু), মোঃ মিনহাজ রিতু, মোঃ সাব্বির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।