বাংলাদেশ প্রেস ক্লাব, কলমাকান্দা উপজেলার উদ্যোক্তা ও আহ্বায়ক হিসেবে মনোনীত হলেন সাংবাদিক জাহিদ

শামীম তালুকদারঃ বাংলাদেশ প্রেস ক্লাব (বাংলাদেশ সরকার অনুমোদিত দেশব্যাপী সর্বস্তরের সাংবাদিক সংগঠন -রেজিঃ নং – ৯৮৭৩৬/১২) এর নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা শাখায় বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক ও উদ্যোক্তা এবং ময়মনসিংহ বিভাগীয় কমিটির সেক্রেটারি সাংবাদিক শামীম তালুকদারের প্রস্তাবনায় সাংবাদিক মোঃ জাহিদ হাসান বিশ্বাস কে উক্ত শাখায় উদ্যোক্তা ও আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়।
গত ২৫ সেপ্টেম্বর, ২০২২ইং বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক মোঃ ফরিদ খান তাকে মনোনীত করেন।
মুক্তিযুদ্ধের চেতনায় দেশব্যাপী সর্বস্তরের সাংবাদিকদের সংঘবদ্ধ করে অধিকার ও মর্যাদা রক্ষাই বাংলাদেশ প্রেস ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য।
উল্লেখ্য যে, সাংবাদিক মোঃ জাহিদ হাসান বিশ্বাস জাতীয় দৈনিক আজকের জনবাণী পত্রিকায় কর্মরত রয়েছেন।
বর্তমানে বাংলাদেশ প্রেস ক্লাব এর কলমাকান্দা উপজেলা শাখার অস্থায়ী কার্যালয় হচ্ছে, গ্রামঃ ধোবাপাড়া, ডাকঘরঃ সুনই বাজার, কলমাকান্দা, নেত্রকোণা।
তার মোবাইল নম্বর – ০১৯৫৩৬৫১৩১৫।