নিজস্ব প্রতিবেদকঃ বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার অভিযান পরিচালনা করেন এস আই রফিক এবং এ এস আই মামুন ফোর্স সঙ্গীসহ যাবৎজীবন সাজা প্রাপ্ত ১টি গ্রেফতারী পরোয়ানাসহ আরও ২টি সাজা প্রাপ্ত পরোয়ানাসহ সর্ব মোট ০৮ (আট)টি গ্রেফতারী পরোয়ানা ভূক্ত মাদক ব্যবসায়ী র্দীঘদিন যাবৎ পলাতক আসামী মোঃ আব্দুল আজিম @ আজিম মেম্বর, পিতা-মৃত আব্দুল জব্বার শেখ, সাং-শ্যামবাগাত, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট এবং জিআর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত র্দীঘদিন যাবৎ পলাতক আসামী মুরশিদা বেগম, পিতা-মৃত সিরাজ, স্বামী-রুবেল আকন, সাং-শ্যামবাগাত, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাটদ্বয়কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।