ভারত থেকে মনোয়ার ইমামঃ ভারতের জাতীয় সংসদের সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ এবং এন সি পি নেতা শারদ পাওয়ার ২৪ শে লোকসভা ভোটে কেন্দ্র থেকে বিজেপি হঠাও এর ডাক দিলেন।

এদিন ভারতের হরিয়ানা রাজ্যের ফাতেহ বাদে ভারতীয় জাতীয় লোক দলের সভায় ভাষণ দিতে গিয়ে বিজেপি কে ভারতের ক্ষমতা থেকে হটাতে ডাক দিলেন বিরোধী ঐক্যের কাছে।

এই অধিবেশনে শারদ পাওয়ার ছাড়া উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার ও আকালি দল বাদলের সভাপতি ও পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী প্রকাশ সিঙ বাদল। তারা ভারতের বিভিন্ন রাজ্যের রাজনৈতিক বিজেপি বিরোধী দল কে জোট গঠন করে ভারতের কেন্দ্রীয় ক্ষমতা থেকে হটাতে ডাক দিয়েছেন।

এই ঐক্যবদ্ধ জোটের শরিক হিসেবে থাকবেন ভারতের জাতীয় কংগ্রেস ও বামপন্থী দলগুলোর সদস্যরা। ভারতের সব আঞ্চলিক দল কে নিয়ে লড়াই করতে ডাক দিলেন।