বিনামূল্যে আটপাড়ায় সার ও বীজ বিতরণ

মোঃ নাসির আহমেদ, আটপাড়া প্রতিনিধিঃ নেত্রকোনার আটপাড়ায় ২০২২-২৩ খ্রিঃ খরিপ -২/ মৌসুমে মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ (বীজ ও সার) বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে ৩০ জন কৃষকের মাঝে ৫ কেজি বীজ ও ১৫ কেজি করে সার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ১৫৯ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, এমপি অসীম কুমার উকিল।
এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা
কৃষিবিদ ফয়জুন নাহার নিপা, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আঞ্জু, আটপাড়া উপজেলার আওয়ামীলীগের প্রচার প্রকাশনা সম্পাদক আরিফুজ্জামান খান টিটু প্রমুখ।