বিমানের ইঞ্জিনে পাখি, সাড়ে ৯ ঘণ্টা পর ছাড়ল বিমানের ফ্লাইট

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়া ফ্লাইটটি ঢাকা ছেড়েছে। টানা ৯ ঘণ্টারও বেশি সময় যাত্রী ভোগান্তির পর ঢাকা থেকে রিয়াদগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বেলা পৌনে ১১ টার দিকে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ইঞ্জিনে পাখি আটকে যাওয়ায় ফ্লাইট ছাড়তে দেরি হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টায় ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও অন্য আরেকটি প্লেনে সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা ছাড়েন যাত্রীরা।
যাত্রীরা জানান, বিজি ০৩৩৯ ফ্লাইটটির যাত্রা শুরুর কথা ছিল গতকাল রাত ১টা ১৫ মিনিটে। কিন্তু ওই সময় ফ্লাইট ছাড়েনি। পরে জানানো হয়, ফ্লাইট রাও ২টা ৩০ মিনিটে ছাড়বে। এরপর আবার সকাল ৬টা ১৫ মিনিটে ফ্লাইট ছাড়বে বলে জানানো হয়। সে সময়ও ফ্লাইট ছাড়েনি। সর্বশেষ মৌখিকভাবে তাদের বলা হয়েছে, ফ্লাইট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ছাড়তে পারে। পরে বেলা পৌনে ১১টার দিকে ফ্লাইট ছেড়ে যায়।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, বিমানের ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় ফ্লাইট ছাড়তে দেরি হয়েছে। তিনি জানান, ফ্লাইটে যাত্রীসংখ্যা ৩৭৫।