বিশ্ব নদী দিবস পালিত হলো খানসামায়

নুর আমিন, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় ‘আমাদের জনজীবনে নৌপথ’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব নদী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালিটি পরিষদ চত্ত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদের চত্তরে শেষ হয়।
পরে উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।
মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হকের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সমাজ সেবা অফিসার মাসুদ রানা, মৎস্য অফিসার রতন কুমার বর্মন, পিআইও এনামুল হাসান, সমবায় অফিসার মাহাফুজসহ আরো অনেকে।