বেগম খালেদা জিয়ার মধ্যে রাজনৈতিক স্বচ্ছতা ছিল

বেগম খালেদা জিয়া হাতে হাত মিলিয়ে হ্যান্ডশেক করতেন না। তিনি যদি এরশাদ বিরোধী আন্দোলন না করতেন শেখ হাসিনার ক্ষমতাও ছিল না স্বৈরাচার পতনের আন্দোলন করা। তখন বেগম খালেদা জিয়ার পিছনে থেকে আন্দোলন করেই গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয় ভোটের মাধ্যমে । এভাবেই বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে স্থান ফিরে পায় আওয়ামী লীগ।
শেখ হাসিনার মতো রাতের আঁধারে বোরকা পরে এরশাদের সঙ্গে জেলখানায় আঁতাত করার দরকার পরেনি বেগম খালেদা জিয়ার!
লগি বৈঠা নিয়ে দিন দুপুরে শেখ হাসিনার নির্দেশে মানুষ মারার মতো আন্দোলন করতে হয়নি বেগম খালেদা জিয়ার ।
নিজেরা বোমা ফাটিয়ে মানুষ পুড়িয়ে জঙ্গিবাদীতা করে বিএনপিকে ফাঁসিয়ে মামলা হামলা করেছে শেখ হাসিনা।
বেগম খালেদা জিয়ার মধ্যে রাজনৈতিক স্বচ্ছতা ছিল বিধায় আওয়ামী লীগ বাংলাদেশে নতুন করে রাজনীতি নামের হিংস্র দুর্নীতিতে মাথা চাড়া দিয়ে উঠতে পেরেছে।
তেঁতুল শফীদের আম্মা হয় শেখ হাসিনা টাকা দিয়ে তাদের কিনে নিয়ে আর বিনিময়ে তেঁতুল শফীরাও নিজ জাতীয় ভাইদের রক্তের সাথে বেঈমানি করে।
বেগম খালেদা জিয়াকে সম্মানিত মা হতে কারি কারি ঘুষ দিয়ে মানুষ কিনতে হয় নাই।