কলকাতা থেকে মনোয়ার ইমাম: ভারতের দিল্লির মৌসুম ভবন থেকে আগামী দুর্গা পূজা র আগে পশ্চিম বাংলার বঙ্গোপসাগরে পার্শ্ববর্তী অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই সমস্ত এলাকা জুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। গভীর সমুদ্রে মাছ ধরাতে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে ধীবর দের। সাধারণত মানুষ কে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারি বৃষ্টিপাতের কারণে এবং প্রশাসনিক কর্মকর্তাদের সব ধরনের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

প্রস্ততি রাখতে বলা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবিলা বাহিনীর সদস্যদের। তবে গভীর সমুদ্র বন্দর এলাকায় কতটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে তা বলা যাচ্ছে না। নদী ও সমুদ্র বন্দর এলাকায় সাধারণ মানুষের জন্য ঘুরতে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।