শাহাদাত হোসেন আনোয়ার জেলা প্রতিনিধি চাঁদপুরঃ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের ছাদ থেকে পড়ে আহত রিয়াজুল ইসলাম রনি ব্যাপারি (২৭) মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডেইলি ঢাকা মেইল কে নিহতের বাবা দুলাল ব্যাপারি বলেন, রনি অনার্সের ছাত্র। গত ২৬ সেপ্টেম্বর মানসিক সমস্যা হলে ঢামেক হাসপাতালে ভর্তি করি। পরদিন ২৭ সেপ্টেম্বর মেডিসিন ওয়ার্ডের সাততলায় চিকিৎসক দেখতে গেলে রনি বাইরে চলে যায়। পরে সাততলা ভবন থেকে লাফিয়ে তিন তলায় পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়। শুক্রবার বিকেলে রনি মারা যায়।

জানা যায়, রনির বাড়ি চাঁদপুর জেলার সদর থানার মনোয়ার খাদী গ্রামে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে ডেইলি ঢাকা মেইল কে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।