জুনায়েদ ইমরানঃ যাকে দেখে জার্মানির ফ্যান হলাম.. 🇩🇪

কোন বিশেষণে বিশেষায়িত করবো তার কোনো ভাষা আমার জানা নেই!! তাঁকে নিয়ে কাব্য কিংবা বই লিখলেও আমার কাছে সেটা অসমাপ্ত মনে হবে। তাঁকে নিয়ে আমার ইমোশন জড়িত.. আর লিখতে পারলাম না..😞

শুধু এতটুকুই বলবো, ভালো থাকবেন প্রিয় মাইকেল বালাক ♥️

Many Many Happy Returns of The Day..🎉

আপনার ৪৬ তম জন্মদিনে গ্রুপের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। 🎉 🫶

অনেকবার ট্রফি ছোঁয়ার একদম কাছাকাছি গিয়েও ছোঁয়া হয়নি। একজন মিডফিল্ডার হয়েও ৪২ টি গোল! আসলে বালাক ছিলেন একজন লিডার, দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর পাওয়ারফুল শটগুলো কিংবা হেডগুলো এখনো চোখের সামনে জীবন্ত ভেসে উঠে। ন্যাশনাল টিমের হয়ে মাত্র ১১-১২ বছরের ক্যারিয়ারে সব পেয়েছেন। কেবল একটি মেজর ট্রফি ছুঁতে পারেন নি। ট্রফি জিততে পারেননি তো কি হয়েছে!! মানুষের মন ঠিকই জিতে নিয়েছেন। ফিফার অল স্টার টিম কিংবা জার্মান বর্ষসেরা থেকে শুরু করে সবই অর্জন করেছেন।

[ Ich liebe dich Michael Ballack 💓
আপনার অসমাপ্ত ক্যারিয়ার আমাকে আজও কাঁদায় 😪]

বালাকের ইন্টারন্যাশনাল ৯৮ ম্যাচে ৪২ গোল, যারা দেখেননি, তারা দেখে নিবেন..

জয় হোক জার্মানির..🖤❤️💛