ভূয়া সি বি আই অফিসার সেজে তোলা বাজি করার অভিযোগে উস্হি থানার পুলিশ গ্রেপ্তার করল এক যুবককে

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। আজ পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ডহারবার জেলা পুলিশের উস্হি থানার দক্ষ পুলিশ অফিসার জনাব আব্দুল মানজান গ্রেপ্তার করল এক ভূয়া সি বি আই অফিসার কে। পুলিশ সূত্রে খবর অনুযায়ী এই ছেলেটি দীর্ঘদিন ধরে নিজেকে সি বি আই অফিসার হিসেবে পরিচয় দিত। এবং ধৃত ভূয়া সি বি আই অফিসার হানিফ সরদারের কাছে একটি ১.৫,মিলিয়ন, ডলারের একটি আমেরিকান চেক দেখিয়ে বিভিন্ন মানুষের কাছে সমাজ সেবা করার নাম করে কখনো সি বি আই অফিসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে টাকা পয়সা তুলতো। কিন্তু শেষ পর্যন্ত তাকে যে গ্রেপ্তার করা হবে তা ভাবতে পারেননি। ধৃত ভূয়া সি বি আই অফিসার হিসেবে পরিচিত হানিফ সরদার ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন যায়গায় বড় ও ছোট ব্যাবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কেরভূয়াস তুলেছে। যায় পরিমাণ এককোটি পঞ্চাশ লক্ষ টাকা। এবং তিনি ইতিমধ্যেই মগরাহাট পশ্চিমের বিভিন্ন যায়গায় প্রোমোটার হিসেবে বহু মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে বলে জানা গেছে। এবং ধৃত হানিফ সরকার কে সি বি আই অফিসার সাজিয়ে সূদুর উত্তর প্রদেশের এক ব্যক্তি কয়েক লক্ষ টাকা নিয়েছেন বলে জানা গেছে। ধৃত ভূয়া সি বি আই অফিসার হানিফ সরদারের কাছ থেকে যে গাড়িটি পুলিশ বাজেপ্ত করে সেটি আবার একজন সাবেক পুলিশ অফিসারের এতটাই জানা গেছে। উস্হি থানার পুলিশ আজ ভূয়া পরিচয় দেওয়া সি বি আই অফিসার হানিফ সরদারের ডায়মন্ডহারবার জেলা পুলিশের আদালতে হাজির করানো হয় এবং আদালত ধৃত ভূয়া সি বি আই অফিসার হানিফ সরকার কে দশদিনের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। উস্হি থানার দক্ষ পুলিশ অফিসার আবদুল মানজান সাহেব তাকে জেরা করে জানতে চাইবে তার ভূয়া সি বি আই অফিসার সাজিয়ে ব্যাবসায়ীদের কাছ থেকে টাকা পয়সা তোলার পিছনে কে আছে। তবে ধৃত ভূয়া সি বি আই অফিসার হানিফ সরদারের পিতা জানান তার ছেলে কে জারা এই কাছে নামিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি করেন। ধৃত ভূয়া সি বি আই অফিসার হানিফ সরদারের পিতা মাইফুল সরদার নিউজ প্রতিনিধি কে বলেন তার ছেলে কে ফাসিয়ে দেওয়া হয়েছে। এর পিছনে যারা আছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং পুলিশ কে সম্পূর্ণ সহায়তা করার জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছেন। পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। এবং এই ঘটনা সি বি আইয়ের সদর দপ্তর ও দিল্লির সরাস্ট্র দপ্তর পযন্ত খবর গিয়েছে।।