মধ্যনগরে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা

ধর্মপাশা মধ্যনগর প্রতিনিধিঃ বাংলাদেশে ২০১৬ সালের নিবন্ধিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্টিত সংগঠন “বঙ্গবন্ধু ফাউন্ডেশন”র সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা শাখার পুর্ণাঙ্গ কমিটির লিখিত অনুমোদন দিয়েছে ফাউন্ডেশনের উর্ধ্বতন কতৃপক্ষ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্ধ।
১লা অক্টোবর শনিবার বাংলাদেশ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্যাডে মধ্যনগর থানা আওয়ামী লীগের সাবেক সদস্য রুহুল আমিন তালুকদার রব’ কে সভাপতি, আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী বাবলু বিশ্বাস কে সাধারণ সম্পাদক এবং চামরদানী ইউনিয়নের যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুরঞ্জন তালুকদার সাংগঠনিক সম্পাদক নাম উল্লেখ করে ৩১ সদস্য বিশিষ্ঠ কমিটির লিখিত অনুমোদনের মাধ্যমে সাক্ষর করেন সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এসএম আব্দুল হাই পীর ও সাধারণ সম্পাদক এবিএম ফজলুল করিম।৩১ডিসেম্বরের ভিতরে সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন কমিটি প্রদানের পরামর্শ দেয়া রয়েছে।
নবাগত কমিটির নেতৃবৃন্দ সুনামগঞ্জ জেলার কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এছাড়াও মধ্যনগর আওয়ামী লীগ তথা সংশ্লিষ্ট অঙ্গ সংগঠন সহ উপজেলার সকল জনমানুষের সাহায্য সহযোগিতা কামনা করেন।
মধ্যনগর উপজেলার নবাগত বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমিন তালুকদার রব, সাধারণ সম্পাদক বাবলু বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক সুরঞ্জন তালুকদারের সাথে কথা বললে জানা যায়, অচিরেই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার সদ্যঘোষিত নেতাকর্মীদের পরিচিতি সভা ও ৪টি ইউনিয়নের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।