মধ্যনগরে বিজয়া দশমী’র মধ্যদিয়ে শান্তিপূর্ণ
৩৩প্রতিমা বিসর্জন সম্পন্ন

মধ্যনগর প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ৩৩মন্ডপের বিজয়া দশমী পূজোর শেষে দেবী দূর্গা মায়ের চরণে সিদুর নিবেদন,আশির্বাদ নেওয়া,নববধূ গনের সিদুর মাখা,বই খাতা হাতে নিয়ে ছাত্রছাত্রীরাও দেবী মা’কে মলিন বদনে বিদায় জানিয়েছেন হিন্দু ধর্মের ভক্তগন।পাশাপাশি হাতে বাধার জন্য মায়ের আর্শিবাদ তৈরীতে ব্যাস্থ থাকতে দেখা গেছে ভক্তদেরকে।

২০২২সালের ৫দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসব শেষে ৫ই অক্টোবর দিবসেই উপজেলার সকল দূর্গা দেবীর প্রতিমা শান্তিপূর্ণ ভাবেই বিসর্জন হয়েছে।মধ্যনগর সদরের প্রতিমা বিসর্জনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান।মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বলেন উপজেলার ৩৩প্রতিমা বিসর্জনে কোন ধরনের অপৃত্তিকর ঘটনা ঘটে নি।