
মধ্যনগরে বিদেশীমদ সহ আটক-১

আপডেটঃ ৬ অক্টোবর, ২০২২ | ৪:১৬
32 ভিউ



মধ্যনগর প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগরে ২৮বোতল অফিসার চয়েজ নামের ভারতীয় মদ সহ একজনকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।
৬ অক্টোবর দুপুরে উপজেলার বংশীকুন্ডা দক্ষিন ইউপির হামিদপুর ট্রলার ঘাট সংলগ্ন আবু সিদ্দিক এর চায়ের দোকানের দক্ষিন পাশের নদীর পাড় হইতে মাদক সহ গ্রেফতার হয়।
গ্রেফতারকৃত আসামী দাতিয়াপাড়া গ্রামের মোঃ আলমাছ মিয়ার ছেলে আহাদ নুর(১৯)।আটককৃতর কাছ থেকে ২৮ (আটাশ) বোতল অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক বলেন, ধৃত আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন এসআই মীর্জা মাহমুদুল করিম সঙ্গীয় ফোর্স।


এই রকম আরও খবর
