মধ্যনগরে ৩৩ মন্দিরে জাঁকজমকপূর্ণ মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

ধর্মপাশা মধ্যনগর প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে ঐতিহ্যবাহী শ্রীশ্রী শারদীয় সার্বজনীন দূর্গামন্দিরে ২০২২সালে ৪৭তম দূর্গোউৎসব অনুষ্ঠিত হয়েছে। ১লা অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে আরম্ভ, সপ্তমী, আজ সোমবার মহা অষ্টমী বিহীত দূর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।
ভক্তের বাসনা নিরসন কল্পে চিন্ময়ী রূপ পরিহার করে মৃন্ময়ী রূপে প্রতিকৃতিতে আবির্ভূত হন দূর্গতী নাশিনী দেবী দূর্গা মাতা।মাতৃ আরাধনায় শুদ্ধ নিবেদনে আসুরিক শক্তির বিনাশ করতে এি পুজা উদযাপন করা হয়ে থাকে।৩রা অক্টোবর উপজেলা ৩৩মন্ডপে একযোগে মধ্যনগর থানা প্রসাশনের কঠোর নির্দেশনা ও নিরাপত্তার মধ্যদিয়ে নজরদারী লক্ষ্য করা গেছে।আগামীকাল মঙ্গলবার মহানবমী ও ৫ই বুধবার অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে দেবী দূর্গা মায়ে পুজার্চনা সমাপ্তি হওয়ার কথা রয়েছে।মহাঅষ্টমী পুজার দিন পর্যন্ত কোন অপৃত্তিকর ঘটনা ঘটে নি।
সোমবার বিকেলে বিশ্বশান্তি দেশ ও জাতির কল্যাণ কামনায় শ্রীশ্রী দূর্গা দেবীর অষ্টমী বিহিত পুজার শেষে মধ্যনগর সদর ওয়ার্ডের জমশেরপুর সার্বজননীন দূর্গাপুজা উদযাপন কমিটির উদ্যোগে জয়ধ্বনির সাথে মধ্যনগর সদর বাজারের প্রধান সড়ক পরিদর্শনের মধ্যদিয়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।