ময়মনসিংহে গনফোরামের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

শুভ বসাক, ময়মনসিংহ: নির্দলীয়, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তুলুন এই স্লোগানে ময়মনসিংহ জেলা গনফোরামের উদ্যোগে ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৮ অক্টোবর শনিবার সকাল ১১ টায় মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে গনফোরামের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য ও ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক মোঃ আবুল হাসনাতের সভাপতিত্বে ও জেলা গনফোরামের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রুবেল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গনফোরামের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য, গনফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক ড.আবু সাইয়িদ, এড.এ.কে.এম.জগলুল হায়দার আফ্রিক, গনফোরামের যুগ্ন-সাধারন সম্পাদক লতিফুল বারী হামীম, স্থানীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন গনফোরামের জেলা আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক/ সচিব এড.এ.কে.এম.রায়হান উদ্দিনসহ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা মোহসীন মন্টু বলেন, নির্দলীয় অন্তর্বর্তীকালীন প্রকারের অধীনে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগানহীন উর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে ও আমলাতান্ত্রিক শাসনের পরিবর্তে জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে হবে। সরকারি চাকরিতে দলীয় নিয়োগ বন্ধ করা বয়সসীমা বৃদ্ধি ও যোগ্যতা অনুযায়ী বেকার ভাতা দিতে হবে। বিভিন্ন প্রকল্পের নামে সীমাহীন লুটপাট-দুর্নীতি বন্ধ করতে হবে এবং সকল প্রকল্পের আয় ব্যয়ের হিসাব জন সম্মুখে প্রকাশ করতে হবে। রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী ও পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং প্রচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে। রাজপথে জনতার ঐক্য গড়ে তুলে নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ করতে হবে।
তিনি বক্তব্যে দেশের জনগণের মৌলিক অধিকার সহ সকল যুক্তি দাবি ও আঞ্চলিক সমস্যার সমাধানের দাবি জানান