শুভ বসাক, ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এর আয়োজনে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ- ২০২২ এ চ্যাম্পিয়ন বাংলাদেশের নারী ফুটবল দলের ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের ৮ নারী ফুটবলারকে সংবর্ধনা দেয়া হয়।

বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর (২০২২) দুপুরে শিল্পাচার্য জয়নাল আবেদীন পার্ক এর বৈশাখী মঞ্চে সাফ নারী ফুটবল বিজয়ী ময়মনসিংহের ৮ ফুটবলারের হাতে সম্মাননা ক্রেস্ট এবং নগদ অর্থের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

তিনি বলেন, এই মেয়েরা বাংলাদেশের মর্যাদা বিশ্বের দরবারে আরো বৃদ্ধি করবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, পুলিশ সুপার মাসুম (এসপি) আহমেদ ভূঁঞা পিপিএম, জেলা আ’লীগের সভাপতি এড.জহিরুল হক খোকা, ময়মনসিংহ মহানগর আ’লীগের সভাপতি এহেতেশামুল আলম, জেলার ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, জেলার বিশিষ্ট নাগরিকবৃন্দ ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ প্রমূখ।

সঞ্চালনা করেন, অধ্যাপক দেলোয়ার হোসেন মুকুল। খেলোয়ারদের প্রদত্ত নগদ অর্থের দুই লক্ষ টাকা প্রদান করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি এবং এক লক্ষ টাকা প্রদান করেন নগরীর প্রান্ত ডায়াগনস্টিক সেন্টার এর স্বত্বাধিকারী মনসুর আলম চন্দন।

এছাড়া নেত্রকোনা জেলার সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহী খেলোয়াড় সহ ৯ জনকে কমপ্লিট সুট প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বে জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক এহেতেশামুল আলম তিন শতাধিক মোটর শোভা যাত্রায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চুরকাই থেকে অভিনন্দন জানিয়ে সংবর্ধনা মঞ্চে নিয়ে আসেন।