মতিন খানঃ ভয়াবহ মরণব্যাধির নাম ক্যান্সার। এটা থেকে মুক্তির উপায় আছে, কিন্তু তার জন্য প্রয়োজন সময় মতো চিকিৎসার ও অর্থের। এর চিকিৎসা খরচ অনেক বেশি হওয়ায় বহু রোগী মারা যায়। তাই সমাজের বিত্তবান থেকে শুরু করে সবাই যদি সাধ্যমতো সাহায্যের হাত বাড়ায় তাহলে বেঁচে যেত অনেক প্রাণ।

ক্যান্সার আক্রান্ত মোহাম্মদ সোহান আলী (১০) তাড়াশ উপজেলায় দেশিগ্রাম ইউনিয়নের বড় মাঝদক্ষিনা গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে মাঝ দক্ষিনা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

ক্যান্সার আক্রান্ত মোহাম্মদ সোহান আলীর বাবা রমজান আলী জানান,

আমি একজন দিনমজুর মানুষ।আমার দু’ ছেলে ১ মেয়ে সন্তান আছে। সোহান আমার বড় সন্তান। সারাদিনের কষ্ট উপার্জিত অর্থ দিয়ে কোন রকমের আমার সংসার চালায়। আমার সোহান ভয়াবহ মরণব্যাধির ক্যান্সার আক্রান্ত।

ক্যান্সারে আক্রান্ত ছেলের সুচিকিৎসার জন্য সরকার এবং সব শ্রেণির হৃদয়বান মানুষদের নিকট জরুরিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আকুল আবেদন জানাচ্ছি।ছেলের বাবা মোঃ নজরুল ইসলাম বিকাশ নং ০১৭০০৫৬৬২৪৭