মহিলা সংরক্ষিত আসনে ৩নং ওয়ার্ডে মোছাঃ এলিজা খাতুন পেলেন ফুটবল মার্কা

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ আসন্ন সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচন-২০২২ মহিলা সংরক্ষিত আসনে(চৌহালি বেলকুচি ও শাহজাদপুর উপজেলার) ৩নং ওয়ার্ডে মহিলা সংরক্ষিত আসনে সদস্য পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিশিষ্ট সমাজসেবিকা এলিজা খাতুন পেলেন ফুটবল মার্কা।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ,কে শামসুদ্দীন সম্মেলন হলে সাধারণ ও মহিলা সংরক্ষিত আসনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে প্রতীক বরাদ্দ করেন, জেলা রিটার্নিং ও জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
এসময় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজার রহমান, নির্বাচন কর্মকর্তা মোছাঃ নুরজাহান খাতুন
সহ জেলা ও উপজেলার প্রশাসনিক কর্মকর্তা জেলা পরিষদদের বর্তমান প্রশাসনিক কর্মকর্তাসহ আগত প্রার্থীগন উপস্থিত ছিলেন।
জানা যায় যে, এলিজা খাতুন ১নংসদিয়া চাঁদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদের সহধর্মিণী এলিজা খাতুন।
তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন এবং ভোটারদের কাছে তার ফুটবল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত একক প্রার্থী সাবেক চেয়ারম্যান সাবেক প্রানিসম্পদমন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।