
মহিশলুটি টু নওগাঁ বাজার রাস্তার বাস্তবচিত্র

আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২২ | ৫:৪২
217 ভিউ



মোঃ শাহিন আলম জেসিনঃ সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের প্রধান রাস্তা (মহিশলুটি টু নওগাঁ বাজার) রাস্তার বাস্তবচিত্র এগুলো।
এগুলো সেই এলাকার চিত্র যেখানে প্রতিদিন সকালে মাছের আড়তে কোটি টাকার ব্যবসা হয়।
প্রতি সপ্তাহে সিরাজগঞ্জ-পাবনা-নাটোর এলাকার অন্যতম বৃহত্তম গরুর হাট বসে।
যেখানকার মাজার শরীফ (নওগাঁ শাহ্শরিফ জিন্দানী রহঃ এর মাজার) থেকে বছরে প্রায় কোটি টাকা সরকারের ফান্ডে জমা হয়।
বাংলাদেশ যখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল, তখন এই এলাকার মানুষের চলাচলের দুঃখ দেখার কেউ নাই।