মানবিক পুলিশ মুক্তা চৌধুরী

রাফি চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ মিরসরাইয়ের ১১ নং মঘাদিয়া ২ নং ওয়ার্ডের মানবিক পুলিশ মুক্তা চৌধুরী’র স্বপ্ন মানুষের সেবা করা।
যে কোনো মুহূর্তে মানুষের বিপদে সাড়া দিয়ে পাশে দাঁড়াবে। বাংলাদেশ পুলিশে
ন্যাশনাল ইমাজিন্সি সার্ভিস ৯৯৯ এ কর্মরত নিজের বেতনের কিছু অংশ প্রতি মাসে মানুষের জন্য উপহার হিসেবে ব্যয় করেন।
আজ শুক্রবার মিরসরাইয়ে মঘাদিয়া গ্রামের শেখটোলায় ৯ বছরের নাহিদের জন্য হুইল চেয়ার উপহার দেন মানবিক পুলিশ মুক্তা চৌধুরী। এতে, নাহিদ উপহার পেয়ে খুশিতে আত্মহারা।
ডেইলি ঢাকা মেইল কে মানবিক পুলিশ মুক্তা চৌধুরী বলেন, প্রতি মাসে একটা করে হুইল চেয়ার উপহার দিবো। আমি সব সময় মানুষের জন্য কাজ করে যাবো, নিজের সামর্থ্যানুযায়ী যতঠুক পারি সহযোগীতা করে যাবো।
তিনি আরও বলেন, সকল মানবিক ভাই-বোনদের পাশে থাকার আহব্বান করছি এবং আমার জন্য দোয়া কামনা করছি।